ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

ঠাকুরগাঁওয়ে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ঠাকুরগাঁওয়ে বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ছবি: গ্লোবাল টিভি

আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয বড় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, নজরুল ইসলাম স্বপন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো: নুরেল হক প্রমুখ।