ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯ | ৯ রমজান ১৪৪৪

শিরোনাম

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করেছেন বিশ্বনেতারা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করেছেন বিশ্বনেতারা: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে ভোট চুরির কোন সুযোগ নেই।।

সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী কাতার সফরের বিস্তারিত বর্ণনা করে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বনেতারা। 

তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি ও অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কাতার সবসময়ে আমাদের পাশে থাকবে বলে কাতার সরকার তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি আমাদের প্রতিনিধি দল আয়োজিত একটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। ইভেন্টে মিশর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা আমাদের সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে অর্জিত সফলতার প্রশংসা করেন এবং আমাদের রূপকল্প-২০৪১ অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর শেষে গত বুধবার দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতার সফরে যান তিনি।