ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

উখিয়া বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

উখিয়া বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

দিদারুল আলম জিসান, উখিয়া টেকনাফ (কক্সবাজার):  কক্সবাজারের উখিয়া বালুখালি ৯ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে মাহবুবুর রহমান (৩২) নামে রোহিঙ্গা যুবককে মুখ, হাত-পা বেধে জবাই করে ফেলে চলে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০ দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
জানা যায়, মাহাবুবুর রহমান ক্যাম্প ৮ ইস্টের বাসিন্দা আবু শামার ছেলে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।