ছবি: গ্লোবাল টিভি
রাব্বি আহমেদ, মেহেরপুর: ১৪ বছর পর মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হচ্ছে আজ বৃহস্পতিবার।
সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটার হয়েও দীর্ঘদিন ভোট দিতে না পারায় প্রতিটি কেন্দ্রেই এই ভোট নিয়ে নতুন ভোটারদের আগ্রহ এবং উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সকাল থেকে নারী-পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
জেলা প্রশাসক মোহাম্মদ মনসুর আলম খান এবং পুলিশ সুপার রাফিউল আলম ভোট কেন্দ্র পরিদর্শনে যান।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী জানিয়েছেন, আমদহ ইউনিয়নে মোট ২৫ হাজার ৪০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নৌকা প্রতীক, লাঙ্গল প্রতীক সহ ৩জন চেয়ারম্যান পদে, মেম্বার পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।