ছবি: গ্লোবাল টিভি
ফিরোজ শাহ, জামালপুর: ভূয়া পরিচয়পত্র তৈরী করে ৩৫ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। র্যাব জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা ডিএমপি খিলগাঁও থানাধীন তিলপা পাড়া এলাকা হতে ৩৫ বছর পলাতক থাকা এলাহান জুয়েলকে ৬৫) গ্রেপ্তার করে।
আসামী এলাহান ওরুফে জুয়েল, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নলেরচর চরপালিশা গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।
উল্লেখ্য, ভিকটিমের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে জামালপুর সদর থানার মামলা নং-৮(৭)৮৮, জিআর-১০৮/৮৮, পেনাল কোড-১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা মামলার তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে পেনাল কোড- ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জামালপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ খন্দকার মোঃ আবু বকর,গত ০৪/১১/১৯৯০ আসামী এলাহান ওরফে জুয়েল (৬৫)কে পেনাল কোড- ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। ঘটনার পর থেকেই আসামী জুয়েল আত্মগোপনে চলে যায়। ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরী করে দীর্ঘ ৩৫ বছর আত্মগোপনে থাকা অবস্থায় জুয়েল নামে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন পরিচয়ে চাকুরী, শ্রমিক এবং দিনমজুর পেশায় নিয়োজিত ছিল।
আসামীকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।