ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

মুন্সিগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

মুন্সিগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

ছবি: গ্লোবাল টিভি

মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে বাল্যবিবাহ সংক্রন্ত আইন, বিধিমালা, শিশু সুরক্ষা, জেন্ডার সমতা ও বাল্যবিবাহ নিরোধকল্পে গণমাধ্যম কর্মীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও সহযোগিতায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে মুন্সিগঞ্জের গণমাধ্যম কর্মীদের দিনব্যাপী এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিলু রায়। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ, মুনতাসির মাহফুজ, মো: হামিদুল ইসলাম, আহম্মেদ মোফাচ্ছের, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌস, ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী তপন কুমার সরকার, মুন্সীগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।