ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ১৭ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধু বেঁচে আছেন দেশের মানুষের হৃদয়ে: হুইপ ইকবাল

বঙ্গবন্ধু বেঁচে আছেন দেশের মানুষের হৃদয়ে: হুইপ ইকবাল

ছবি: গ্লোবাল টিভি

রাকিবুল ইসলাম, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের মুক্তি ও কল্যাণের জন্য। ঘাতকচক্র ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শ মুছে যাবে। তবে সে আশা পূর্ণ হয়নি। বঙ্গবন্ধু চিরস্মরণীয় হয়ে শ্রদ্ধা ও ভালবাসায় বেঁচে আছেন দেশের মানুষের হৃদয়ে।

শুক্রবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুসহ অনেকে ।