ছবি: গ্লোবাল টিভি
মোঃ ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার পিতা জহির উদ্দিন (৫৮)।
শুক্রবার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মুসলিমপুর গ্রামের ফাহিম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, জমিতে কাজ করে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন বাবা জহির উদ্দিন ও ছেলে আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে আব্দুল আলিম। আর আহত পিতা জহির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা ভেঙে গেছে বলে জানতে পেরেছি।