ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯ | ৯ রমজান ১৪৪৪

শিরোনাম

ফেনীতে ইমাম-মুয়াজ্জিনদের সংবর্ধনা

ফেনীতে ইমাম-মুয়াজ্জিনদের সংবর্ধনা

ছবি: গ্লোবাল টিভি

রফিকুল ইসলাম, ফেনী: ফেনী পৌরসভার বর্তমান পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পৌরসভার ১৮ ওয়ার্ডের ২২০টি মসজিদের ৫২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের সংবর্ধনা দেয়া হয়েছে । শনিবার পৌরচত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান। সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উল হায়দার চৌধুরী সোহেল  সহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলররা। 

অনুষ্ঠানে গত দুই বছরে  ট্রেড লাইসেন্স,পৌর কর, রেমিট্যান্স প্রেরনকারী, ছাদবাগান, হাফেজ, সেরা বাজার পরিদর্শক কর্মকর্তা, সেরা পঞ্চায়েত কমিটি, সেরা পরিচ্ছন্নতা কর্মী ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরষ্কৃত করা হয়।