ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ৩ শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে নদীর সর্তারঘাট এলাকায় কার্প জাতীয় বড় পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পোনা অবমুক্ত করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও সি.উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন,পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর আলমগীর আলী, সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল্ মামুন, আওয়ামী লীগ নেতা সাধন কুমার পালিত, কামাল উদ্দিন, জিয়াউল হক চৌধুরী সুমন, তছলিম উদ্দিন প্রমুখ।
অবমুক্ত করা কার্পজাতীয় মাছগুলো মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে হালদা পাড়ের রাউজান মোবারেকখীল হ্যাচারি কমপ্লেক্সে হালদা নদীর ডিম থেকে উৎপাদিত।