ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯ | ৯ রমজান ১৪৪৪

শিরোনাম

নায়িকা মাহি জামিনে মুক্ত

নায়িকা মাহি জামিনে মুক্ত

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ দুই মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জামিনে মুক্তি পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় মুক্তি পেয়ে তিনি পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন। গাজীপুরের তেলিয়াপাড়ায় এক সাংবাদিক সম্মেলনে তিনি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন। 

সৌদি আরব থেকে দেশে ফেরার পর বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মাহির স্বামী দেশে না ফেরায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে ভোরে অভিযান চালিয়ে রকিব সরকারের ম্যানেজারসহ ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি আরো জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ ছাড়া জমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন গাজীপুর মহানগরের দিঘির চালা গ্রামের হাজি নূরুর ছেলে ইসমাইল হোসেন। ফেসবুকে চিত্রনায়িকা মিথ্যা কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার অপচেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করে পুলিশকে বিতর্কিত করার জন্য রকিব তাঁর স্ত্রীকে মিশনে নামিয়েছেন।’