ছবি: গ্লোবাল টিভি
রাব্বি আহমেদ, মেহেরপুরঃ মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আব্দুল মান্নানের গাড়িতে চেয়ার ঠেকানোর অভিযোগে মাহিমা আক্তার রিমি (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে গলা টিপে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত চার দিন আগে এমন ঘটনা ঘটলেও বিদ্যালয় থেকে শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। আর, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহিমা আক্তার রিমি বলে, গত বুধবার (১৫ মার্চ) সকালে স্কুলের শহিদ মিনারের পাশে আব্দুল মান্নান স্যারের গাড়ি ছিলো। সেখানে এটি চেয়ারে বসে ছিলাম। চেয়ারটি অসাবধানতা বশত গাড়িতে লেগে যায়। তখন স্যার এসে আমার গলা চেপে ধরে শূন্যে উঁচু করে তুলে ফেলেন। আমি গলায় প্রচন্ড ব্যথা পাই। এ সময় আমি কন্নাকাটি করলে স্যার আমাকে চেয়ার তুলে মারতে যান। বিষয়টা আমি স্যারদেরসহ হেড স্যারকেও জানাই।
রিমির মা বলেন, আমার মেয়ে অন্যায় করলে তার বিচার হবে। তাই বলে এভাবে নির্যাতন করা মেনে নেয়া যায় না। বিষয়টি শোনার পর আমি শ্রেণি শিক্ষককে জানিয়েছি। যদি কোন বিহিত না পািই,তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো।
মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা বিদ্যালয়ের কেউ আমাকে এখনও জানায়নি। তবে আমি অল্প শুনেছি। এমন ঘটনা ঘটলে বিষয়টি দু:খ জনক।