ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | ১৬ চৈত্র ১৪২৯ | ৯ রমজান ১৪৪৪

শিরোনাম

আধুনিক ও যুগোপযোগী শিক্ষার লক্ষ্যে কাজ করছে সরকার: ফরহাদ

আধুনিক ও যুগোপযোগী শিক্ষার লক্ষ্যে কাজ করছে সরকার: ফরহাদ

ছবি: গ্লোবাল টিভি

রাব্বি আহমেদ, মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রকে আধুনিক ও যুগোপযোগি করার লক্ষ্যে কাজ করে চলেছে। স্কুল, কলেজ ও মাদরাসায় অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলেতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করেছে বর্তমান সরকার। 

রবিবার (১৯ মার্চ) দুপুর ১২ টার দিকে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের নবনির্মিত চার তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 

এর আগে বেলা ১১ টার দিকে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌছুলে প্রধান শিক্ষক সানজিদা ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় গার্লস গাইডের একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফিতা ও কেক কেটে নতুন ভবনের নাম ফলক উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক ডিডি আব্দুল খালেক, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা প্রকৌশলী গোলাম মোত্তাকিন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।