ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ১৮ রমজান ১৪৪৫

রাউজানে স্বাধীনতা দিবস পালন

রাউজানে স্বাধীনতা দিবস পালন

ছবি : গ্লোবাল টিভি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক, কুচকাওয়াজ গ্রহণ, দোয়া মাহফিল,  আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অপর্ন করার মাধ্যমে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীসহ নেতৃবৃন্দ। 

এছাড়া দিবসটি উপলক্ষে রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদ, রাউজান পৌরসভা, প্রতিটি  শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

২৬ মার্চ সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, দমকল বাহিনী, গার্ল গাইডস,স্কাউট দলের অংশ গ্রহণে শরীর চর্চা ও কুচকাওয়াজ  হয় ।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।