ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

রোনালদোর জোড়া গোল: ৬-০ গোলে পর্তুগালের জয়

রোনালদোর জোড়া গোল: ৬-০ গোলে পর্তুগালের জয়

ফাইল ছবি

টানা দুই ম্যাচে জোড়া গোল করে নিজেকে আবার প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে লিখটেনস্টেইনের বিপক্ষে, পরে লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল। আর তাতেই ৬-০ গোলে বিশাল জয় পেল পর্তুগাল। 

লুক্সেমবার্গ স্টেডিয়ামে ইউরো বাছাইপর্ব ম্যাচেন নয় মিনিটেই ডি-বক্সের ভেতর নুনু মেন্দেসের  হেড থেকে গোল করেন রোনালদো। এরপর ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত এক হেডে ব্যবধান ২-০ করে পর্তুগাল। তিন মিনিট পর গোল করেন সিলভা নিজেই। জোয়াও পালিনহার ক্রসে নিজেই দূরের পোস্টে হেডে বল জালে জড়ান সিলভা। ১৮ মিনিটে তিন গোল খেয়ে কোনঠাসা লুক্সেমবার্গ।

৩১ মিনিট পর আবার রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল নিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন। এর মধ্য আন্তর্জাতিক ফুটবলে নিজের ১২২তম গোলের রেকর্ড করেন ‘সিআর সেভেন’। এর ১১টি লুক্সেমবোর্গের বিপক্ষেই। 

বিরতির পরও ম্যাচ ছিল পর্তুগালের নিয়ন্ত্রণেই। ৬৫ মিনিটের মাথায় রোনালদোকে নামিয়ে নেন কোচ রবার্তো মার্তিনেজ। মাঠে নামান গনসালো রামোসকে। রাফায়েল লেয়াওয়ের সহায়তায় ৭৭ মিনিটে গোল করেন অক্তাবিও। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে নেভেসের পাস থেকে ৬-০ করেন লিয়াও। 

শেষে ৬-০ গোলের বড় জয় পায় পর্তুগিজরা।