ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

রাউজানে তরমুজের বাম্পার ফলন

রাউজানে তরমুজের বাম্পার ফলন

ছবি: গ্লোবাল টিভি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে তরমুজের বাড়তি চাহিদা থাকলেও ভালো দাম পাচ্ছেন না, এমনটাই জানিয়েছেন তরমুজ চাষীরা। তবু বাম্পার ফলন হওয়ায় দাম কম হলেও মৌসুম শেষে তরমুজ ক্ষেত থেকে লাভের সম্ভাবনা দেখছেন কৃষকরা। 

এলাকার বিস্তীর্ণ অনাবাদি জমিকে আবাদ করে কৃষি জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উপজেলায় প্রথমবারের মতো ব্যাপক আকারে তরমুজ চাষের উদ্যোগ নেন উপজেলা কৃষি বিভাগ। পরীক্ষামূলক চাষে প্রত্যাশার চাইতে বেশী ফলন হওয়ায়  রাউজানে তরমুজ চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা।

সরেজমিনে রাউজানের ডাবুয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে,  এক সময় যে জমিগুলো অনাবাদি পতিত থাকতো কৃষি জমির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিতকল্পে সেই অনাবাদি বিশাল ক্ষেতজুড়ে তরমুজের আবাদে সবুজ বিপ্লব ঘটেছে বিস্তৃত জমিতে। বিস্তৃত লতায় ধরেছে বড়, মাঝারি আর ছোট সাইজের তরমুজ। এমন বাম্পার ফলনে তরমুজ চাষীদের মুখে ছড়িয়ে পড়েছে হাসির ঝিলিক। প্রতিদিন তরমুজ ক্ষেত থেকে উৎপাদিত তরমুজ পাইকারি ক্রেতারা এসে নিয়ে যাচ্ছে।  পাশাপাশি খুচরা বাজারেও  বিক্রি হচ্ছে রাউজানে উৎপাদিত তরমুজ। 

রমজানে তরমুজের বাড়তি চাহিদার থাকলেও বাজারে প্রচুর তরমুজ আসায় প্রত্যাশিত দাম পাচ্ছেনা তরমুজ চাষীরা। 

তরমুজ চাষীরা জানান, চলতি মৌসুমে তরমুজের ফলন ভালো হয়েছে । দাম তুলনামূলক কম। শুরুর দিকে সময়মতো বৃষ্টি হলে ফলন আরো বেশি হতো। তবে শেষের দিকে বৃষ্টি হওয়ায় ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে।  

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এলাকার অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার জন্য স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় নোয়াখালীর সূবর্ণচর এলাকার পেশাদার তরমুজ চাষীদের দিয়ে তরমুজ চাষের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমবারের মতো রাউজানের ডাবুয়া ইউনিয়নের রোসাঙ্গী বিল, লাটিছড়া এলাকায় ৭২ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়।  বাম্পার ফলন আসায় আগামী মৌসুমে আরো ব্যাপকভাবে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে। আমরা আশাবাদী আগামী মৌসুমে উপজেলায় ব্যাপকভাবে তরমুজ চাষ হবে।  চলতি মৌসুমে তরমুজ চাষের সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরা। 

তরমুজ চাষী আনোয়ার, মাওলানা ও বাসু ব্যাপারী জানান, নোয়াখালী সূবর্ণচরে দীর্ঘ সময় ধরে তরমুজ চাষ করে আসছেন তারা। কৃষি অফিসের অনুপ্রেরণায় এই প্রথম রাউজানে এসে আড়াই শতাধিক কানি জমিতে তরমুজ চাষ করেছেন তারা। পাশাপাশি মীরসরাই উপজেলায় ৬০ কানি জমিতে তরমুজ চাষ করেছেন। 
রাউজানে প্রথমবারের মতো তরমুজ চাষে সফলতায় আগামী মৌসুমে আরো ব্যাপকভাবে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে তাদের। 

পরীক্ষামূলক তরমুজ চাষে সফলতার হাত ধরে আগামী মৌসুমে উপজেলার আরো ব্যাপকভাবে তরমুজ চাষের সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা।