ছবি: গ্লোবাল টিভি
মজিবর রহমান নাহিদ, বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্বাস উদ্দিন খান। তিনি সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে তাকে বদলিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৯মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব কাজী আব্দুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞপন জারি করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস অবসরে যান। তার পর থেকে বোর্ডের সচিব বাহারুল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।