ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

কণ্ঠস্বর প্রকাশনীর বেস্ট সেলার এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত

কণ্ঠস্বর প্রকাশনীর বেস্ট সেলার এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত

ছবি: গ্লোবাল টিভি

নিজস্ব প্রতিবেদক: এবারের একুশে বইমেলায় কণ্ঠস্বর প্রকাশনীর প্রকাশিত সর্বাধিক বিক্রীত বইয়ের লেখকদের বেস্ট সেলার এওয়ার্ড প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে কাজী এসপারাগাস-এ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, কবি রবিউল মাশরাফী, রোদেলা নীলা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা কণ্ঠস্বর প্রকাশনীর এমন উদ্যোগের প্রশংসা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, পাঠকের ভালোবাসাই একজন লেখকের সবচেয়ে বড় পুরস্কার।

তিনি সাহিত্যের জগতে প্রকাশকদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কণ্ঠস্বর টিমের আন্তরিকতার বিষয়টি আলোকপাত করেন। 

কবি আতিক হেলাল বলেন, প্রকাশক কর্তৃক লেখকদের এমন উৎসাহব্যঞ্জক কাজ বিরল ঘটনা। তরুণ লেখকদের সুচিন্তিত লেখার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। কবি রবিউল মাশরাফী তার বক্তব্যে কণ্ঠস্বর-এর এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রশংসা করেন। 

অনুষ্ঠানে আরো আলোচনা করেন লেখক খলিলুর রহমান, কণ্ঠস্বর প্রকাশনীর চেয়ারম্যান খান তবারক হাসান তপু, পরিচালক মোস্তাফিজুর রহমান রেমন্ড ও মনিরুল তালুকদার। 

আলোচনা শেষে বেস্ট সেলার পুরস্কার প্রাপ্ত কবি ও লেখকদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। একুশে বইমেলা ২০২৩-এ সর্বাধিক বিক্রয়ের ভিত্তিতে কণ্ঠস্বর প্রকাশনীর বেস্ট সেলার এওয়ার্ড পান ১ম, ২য় ও ৩য় যথাক্রমে ‘বেদনার শিরোনাম’গ্রন্থের কবি ফুয়াদ স্বনম, ‘অনেক’ কাব্যগ্রন্থের কবি সাফিকা জহুরা জেসি এবং ‘হৃদয়ের আইসোলেশন’ গল্পগ্রন্থের লেখক আমিনুল ইসলাম তুহিন। এছাড়াও উদীয়মান লেখক হিসেবে পুরস্কার তুলে দেয়া হয় ‘কফিতে ক বিহীন চুমুক’ কাব্যগ্রন্থের কবি লিয়াকত হোসেন খান সুমনকে।