ছবি: গ্লোবাল টিভি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায় ভাড়া বাসা থেকে আরিফা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পরিবার জানায়, মৃত নারীর স্বামী বেলাল হোসেন নেশায় আসক্ত ছিলো এবং নানা বিষয়ে স্ত্রীকে মারধর করতো। সকালে তাদের সন্তান আরিফ মাদ্রাসা থেকে এসে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে সকলকে জানায়।
ঘটনার পরপরই আত্মগোপনে থাকা অভিযুক্ত স্বামী বেলাল হোসেনকে বোচাগঞ্জ উপজেলা থেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।