ছবি: গ্লোবাল টিভি
সোহেল রানা, নীলফামারী: নীলফামারী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মাইনর মেরামত কাজের জন্য নির্বাচিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চাইতে গিয়ে গণমাধ্যমকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটনায় টুপামারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিকের শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা। এসময় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জল, সাধারণ সম্পাদক আল-আমিন, সাবেক সভাপতি নূর আলম সিদ্দিকী, সোহেল রানা, স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্, এন এম হামিদী বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে তথ্য সংগ্রহের কাজে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর কক্ষে গেলে দৈনিক বর্তমান কথা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকী দেন ওই শিক্ষক। স্কুল ফাঁকি দিয়ে সদর প্রাথমিক শিক্ষা অফিসে তাকে গল্প-গুজবে মগ্ন থাকার প্রতিবাদে ও গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করায় ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।