ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মোস্তফা ইব্রাহীম ঝিনুক (৩৫) নামের সম্পর্কে চাচা শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ। এই ঘটনায় প্রবাসীর স্ত্রীর ভাই ইসমাইল পাভেল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু করেন।
এজাহারে উল্লেখ করা হয়, রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া মনু মিয়া ড্রাইভারের বাড়ীর কাতার প্রবাসী মোঃ মনসুরের বিবাহিত জীবনে সাত ও চার বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী প্রবাসে থাকার সুবাদে প্রবাসীর স্ত্রীর মোবাইল নাস্বার নিয়ে তার সাথে আলাপ করে বিয়ের প্রলোভন দেখাতে থাকে সম্পর্কে চাচা শ্বশুর মোস্তফা ইব্রাহীম ঝিনুক (৩৫)। গত ৩০ মার্চ রাতে কৌশলে গৃহবধূকে তার শ্বশুর বাড়ি থেকে বের করে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় শহীদনগর কমিশনার গলির একটি বাসায় তুলে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে মামলার বাদী ইসমাইল পাভেলসহ তার স্বজনরা কৌশলে তাদেরকে এলাকায় নিয়ে এসে রাউজান থানায় সোপর্দ করেন।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। প্রবাসীর স্ত্রীর ডাক্তারি পরীক্ষার শেষে রিপোর্ট পাওয়ার পর অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।