ফাইল ছবি
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
শনিবার সকাল ৬টার দিকে এ আগুন লাগে। যা ছড়িয়ে পড়েছে অশপাশেও। চারদিক ধোঁয়ায় ভরে গেছে। যা কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা। মার্কেটের নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার জানান, রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লগেছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।