ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন

ফাইল ছবি

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। 

শনিবার সকাল ৬টার দিকে এ  আগুন লাগে। যা ছড়িয়ে পড়েছে অশপাশেও। চারদিক ধোঁয়ায় ভরে গেছে। যা কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা। মার্কেটের নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার জানান, রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লগেছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।