ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ১৮ রমজান ১৪৪৫

বান্দরবান সীমান্তে কোটি টাকার গরু আটক

বান্দরবান সীমান্তে কোটি টাকার গরু আটক

ছবি: গ্লোবাল টিভি

আবদুল হাকিম, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন স্থান হতে আনুমানিক দেড় কোটি টাকার  ৯৫টি বার্মিজ গরু আটক করেছে টাস্কফোর্স।

সোমবার বিজিবি,পুলিশ এবং আনসারের সমন্বয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লারর উপস্থিতিতে টাস্কফোর্স রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া, মৌলভীকাটা, বালুবাসা,ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৮০টি বার্মিজ গরু আটক করে।

এছাড়াও পৃথক অভিযানে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালায় আরও ১৫টি বার্মিজ গরু আটক করে বিজিবি। 

জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।