ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ৯ শাওয়াল ১৪৪৫

নেত্রকোণায় পিতা খুন, লাশ গুম: ছেলে গ্রেপ্তার

নেত্রকোণায় পিতা খুন, লাশ গুম: ছেলে গ্রেপ্তার

ছবি: গ্লোবাল টিভি

রাজীব সরকার, নেত্রকোণা: নেত্রকোণার মোহনগঞ্জে গলা কেটে বাবাকে হত্যার পর পাশের খালের পাড়ে লাশ গুমের মামলায় ৪৮ দিন পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে  র‌্যাব।

রবিবার সকালে গ্রেপ্তার আরমান শাহকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এর আগে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা থেকে আরমান শাহকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‌্যাবের  সিনিয়র সহকারি পরিচালক মো: আনোয়ার হোসেন জানান, ঘটনার দিন ১৮ মার্চ  সন্ধ্যায় ভিকটিম আবুল শাহকে (৫৫) নিজ বাসায় গলা কেটে হত্যা করে তার ছেলে আরমান। পরে লাশ গুম করার জন্য আশিকুর রহমান আবিরকে ডেকে আনে। আরমান আবিরকে নিয়ে লাশ লুকানোর বিষয়ে গভীর রাত পর্যন্ত পরিকল্পনা করে। পরে বাড়ির পাশের সাপমরা খালে কোদাল দিয়ে গর্ত করে গলা পর্যন্ত মাটির নিচে পুতে রাখা হয়। এরপর উপরের জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেয়া হয়। পরে আবিরের দেওয়া তথ্যেমতে ৩ দিন পর লাশ উদ্ধার করা হয়। 

নিহতের বড় ভাই সোহরাব শাহ বাদী হয়ে আরমান শাহকে প্রধান আসামী করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।