ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৫

ঘূর্ণিঝড় মোখা: ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্ততি সভা

ঘূর্ণিঝড় মোখা: ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্ততি সভা

ছবি: গ্লোবাল টিভি

মোঃ অনিক আহাম্মদ, ভোলা: ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩ স্তরে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যদিও ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব দ্বীপ জেলা ভোলায় এখনো দেখা যায়নি। তবু উপকূলের মানুষকে সচেতন করার লক্ষ্যে মাঠ মহড়া চলছে সিপিপির। 

বৃহস্পতিবার ১১ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ইলাহী চৌধুরী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান, কোস্টগার্ড অপারেশন অফিসার মেহেদি হাসান, জেলা ত্রাণ কর্মকর্তা, সিপিপি, রেডক্রিসেন্ট ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা। 

এ সময় জেলা প্রশাসক জানান ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় ৩ স্তরে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে জেলার ৭৬৬ টি আশ্রয় কেন্দ্র, ১৩ হাজার ৬০০ শত সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তাদের প্রস্তুতিমুলক মহড়া দেয়া হবে। বেড়িবাঁধের তদারকি করা হচ্ছে। সাগর বা দূরবর্তি স্থানে যারা রয়েছে, তাদের নিরাপদ স্থানে চলে আসার জন্য বলা হয়েছে।

মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে সর্ব্বোচ সতর্কভাবে প্রস্তত থাকার নির্দেশ দেয়া হয়েছে।