ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুব দিয়ে আম তুলতে গিয়ে জান্নাতুল নাঈম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়িতে এই ঘটনাটি ঘটে।
শিশু নাঈম এলাকার দুবাই প্রবাসী আবদুল জব্বারের মেয়ে ও সালাম লায়লা এবতেদায়ী মাদরাসার ১ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় বাসিন্দা শিক্ষক রাশেদ বিল্লাহ জানান, মাদরাসা থেকে ঘরে ফিরে বোনকে নিয়ে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যান নাঈম। পুকুর পাড়ের আম গাছ থেকে পানিতে পড়া আম তুলতে গিয়ে সে নিখোঁজ হয়। পানিতে ডুব দিয়ে বোন আর না ওঠায় ঘরে খবর দেন তার ছোট বোন। পরিবারের সদস্যসহ স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।