ঢাকা, রবিবার, ২৮ মে ২০২৩ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ | ৭ জ্বিলকদ ১৪৪৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: রাউজানে বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: রাউজানে বিক্ষোভ

ছবি: গ্লোবাল টিভি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিশাল মিছিল বের করা হয়। হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-রাঙামাটি চারলেন সড়কের মুন্সিরঘাটা, জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের কার্যালয়ে এবং জলিল নগর অতিক্রম করে পুনরায় দলীয় কার্যালযের সামনে গিয়ে শেষ হয়। 

পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, মাহাবুলুল আলম, এসএম বাবর, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দি হিরু, আবদুল জব্বার সেহেল, রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, মুছা আলম খান, আবদুল লতিফ, আহসান হাবিব চৌধুরী, সভাপতি আলমগীর আলী, আলী আজগর চৌধুরী, তছলিম উদ্দিন, জাহাঙ্গর আলম সুমন, শওকত হোসেন, সারজু মোহাম্মদ নাছের, তপন দে, ইসহাক ইসলাম, সাবের হোসেন, আবু ছালেক, সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার প্রমুখ।