ছবি: গ্লোবাল টিভি
মো: রাজিবুল হাসান জুয়েল, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরের অবৈধ স্থাপনা ও বরাট জমি উচ্ছেদ অভিযানে ১৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে চারটি নৌ-যানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার মুন্সিগঞ্জ শহরের পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার ও মিরেশ্বরাই এলাকার প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ধলেশ্বরী নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। টানা দুদিন অভিযান চলবে। পশ্চিম মুক্তারপুর থেকে মিরেশ্বর এলাকা পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালানো হবে। এতে চিন্তিত করা ৭৬টি অবৈধ স্থাপনা ও বরাট উচ্ছেদ করা হবে।