ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: কিশোরগঞ্জে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: কিশোরগঞ্জে মামলা

ফাইল ছবি

ফয়জুল ইসলাম পিংকু, কিশোরগঞ্জ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে প্রধান আসামী করে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খানের প্রথম আদালত সদর মডেল থানাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আদেশ দেন। 

মামলায় উল্লেখ করা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ পুটিয়া শিবপুর মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়েছেন। এমন বক্তব্য প্রধানমন্ত্রীর জন্য অত্যন্ত মর্যাদা হানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের‌ জন্য হুমকিস্বরূপ।

এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।