ছবি: গ্লোবাল টিভি
নিজস্ব প্রতিবেদক: মাজেদাটেক লিমিটেড উদ্ভাাবিত ‘স্বাস্থ্যসেবা’ অ্যাপ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। রাজধানীর শাহবাগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সায়েন্সের ডা. কামাল উদ্দিন আহমেদ অডিটোরিয়ামে মঙ্গলবার এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজেদাটেক লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মাজেদা বেগম।
সংস্থার সেলস এন্ড মার্কেটিং পরিচালক নুসরাত জাহান রোদেলার সঞ্চালনায় স্বাস্থ্যসেবা অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন করেন মাজেদাটেক লি. -এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চিকিৎসক, প্রকৌশলী এবং বিজ্ঞানীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ অশা প্রকাশ করে বলেন, এই স্বাস্থ্যসেবা অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যেন সহজে পাওয়া যায় তা নিশ্চিত করা হবে, সব হাসপাতালের তথ্য একই জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা করা, রোগীর বিলিং, প্রেসক্রিপশন এবং ডায়াগনস্টিক রিপোর্ট মোবাইলে দেখার ব্যবস্থা করা, রোগীদের টিকেট কাটা এবং রিপোর্ট নেয়ার জন্য লাইনে দাঁড়ানো পরিহার করা, রোগীর সব তথ্য সংরক্ষণ সহজ করা, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, ভর্তি, ওটি সম্পর্কিত তথ্য দ্রুত ও সহজে সরবরাহ করা, হাসপাতাল কর্তৃপক্ষ যেন সহজে জরুরি মূল তথ্য দ্রুত পান তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও স্বাস্থ্য খাতে স্মার্ট ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের স্বাস্থ্যসেবা অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।