ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহীর হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।

এর আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেয়ার অভিযোগে চাঁদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।  তবে আজ ঠিক কোন মামলায় চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা—শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার, আমরা করব।’