ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে কাপ্তাই মহাসড়কে একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা চলন্ত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহীসহ চার জন আহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের রাউজানরর নোয়াপাড়া পথের হাটের পশ্চিমে কর্ণফুলী কনভেনশন সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন- নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী মার্কেটের রহমানিয়া এন্টারপ্রাইজের পরিচালক মুশফিকুর রহমান রাশেদ (৪১), রিয়াদ (১৮) ও সাহেদ (৮)। আহত আরো একজনের পরিচয় জানা যায়নি।
আহত ব্যবসায়ী মুশফিকুর রহমান রাশেদ জানান, রাত নয়টায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দোকানের কর্মচারীকে নিয়ে মোটরসাইকেল নিয়ে বাসার চলে যাওয়ার সময় আমার বাইকের পেছন থেকে দ্রুত গতির একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম থ-১১-৪২২৪ ) ধাক্কা দেয়। এ সময় আমিসহ গাড়ীতে থাকা আমার দোকানের কর্মচারি গাড়ী থেকে কয়েক ফুট দূরে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হই। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াপাড়াস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশা চালক গাড়ী ফেলে পালিয়ে গেলে স্থানীয়রা গাড়িটি আটক করে।