ছবি: গ্লোবাল টিভি
ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত আকলিমার (৩০) স্বামী হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ মে) দিবাগত রাতে দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আকলিমা বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এলাকার আলী হোসেনের মেয়ে।
জানা যায়, গত ১০ বছর আগে পারিবারিকভাবে আকলিমা ও হেলালের বিয়ে হয়। তাদের ঘরে ৮ বছরের ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকেই তাদের কলহ শুরু হয়। রাতেও তাদের মধ্যে ঝগড়ার পর আকলিমাকে হত্যা করে সকালে পালিয়ে যান তার স্বামী। পরে খবর পেয়ে পুলিশ হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, আকলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।