ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

উকিল ও সাংবাদিকদের নিয়ে কটূক্তি: উপজেলা চেয়ারম্যানের বিচার দাবি

উকিল ও সাংবাদিকদের নিয়ে কটূক্তি: উপজেলা চেয়ারম্যানের বিচার দাবি

ছবি: গ্লোবাল টিভি

মো. শফিকুল ইসলাম মতি,নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী  উকিল ও সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় তারবিচারের দাবীতে নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রাবার শহরের শাপলা চত্তর ইউনিটির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিটির সাধারণ সম্পাদক সুয়েব আহম্মেদের সঞ্চালনায় বক্তব রাখেন সভাপতি মো.শফিকুল ইসলাম মতি, সাংবাদিক নেতা মুখলেছুর রহমান, আবুল ফয়েজ বাচ্চু, মোহাম্মদ মাহাবুব হোসেন, হৃদয় খান, আতিকুল ইসলাম আকিব, তুহিদুর রহমান জিম, মো.ইদুল ফিতর, মো.মাসুদ খান, সাখাওয়াত হোসেন, সুমন মিয়া, তামবির হোসেন প্রমুখ। 

তারা বলেন, গত সোমবার (২২ মে) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ হল রুমে ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‌্যালি ও অবহিতকরণ সভায় ‘সারাবিশ্বে উকিল আর সাংবাদিকদের সবচেয়ে সস্তায় পাওয়া যায়’ উপজেলা চেয়ারম্যানের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝর ওঠে। 

এরই প্রতিবাদে এই সভায় সাংবাদিকরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকীকে সাংবাদিক ও আইনজীবীদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে সাংবাদিক মহলের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মরজাল এলাকার মৃত কফিল উদ্দিনের কন্যা লায়লা কানিজ লাকী। গ্রামের সাধারণ ঘরে জন্ম হলেও অল্প সময়ের মধ্যে কি করে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন, তা কারো জানা নেই। 

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি রহমান হাবিব চেয়ারম্যানের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।