ছবি: গ্লোবাল টিভি
এমএ কাইয়ুম, মাদারীপুরঃ মাদারীপুরে বিএনপির জনসমাবেশে নেতারা কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামীতে এক দফা এক দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। শুক্রবার শিবচর উপজেলা, রাজৈর উপজেলা, কালকিনি,ডাসার ও মাদারীপুর সদর উপজেলাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মাদারীপুর সদর পৌর ঈদগাহ মাঠের এই সমাবেশে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনী ব্যবস্থাকে পঙ্গু করা আওয়ামী লীগের ঐতিহ্যের একটা অংশ। মানুষের কাছ থেকে হাজার মাইল দূরে সরে গেছে আওয়ামী লীগ। নির্বাচনকে গলা টিপে হত্যা করে এখন নির্বাসনে পাঠিয়ে দেয়া হয়েছে।
সমাবেশে আরো বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, খন্দকার মাসুকুর রহমান, জাফর আলী মিয়া, জাহান্দার আলী জাহান প্রমুখ।