ছবি: গ্লোবাল টিভি
হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতারের যুগপূর্তি পালিত হয়েছে। শনিবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় লোকবেতার কেন্দ্রে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।
লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালের সভাপতিত্বে জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিমাদ্রি শেখর কেশব, লোকবেতার পরিচালনা কমিটির সদস্য কাজী শেলিনা হোসেন, আয়লা শ্রোতা ক্লাবের সভাপতি হারুন মুন্সী, লোকবেতারের স্বেচ্ছাসেবক ইমরান হোসেন ও লোকবেতারের অনুষ্ঠান প্রযোজক ফাতিমা কাজল।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, লোকবেতারের মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা ও অনুষ্ঠান প্রচারিত হয়। সামাজিক সমস্যা প্রতিরোধেও লোকবেতার প্রশংসনীয় ভূমিকা পালন করছে। জেলা প্রশাসন সবসময় লোকবেতারের সাথে আছে, ভবিষ্যতেও থাকবে।
লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল বলেন, ২০১১ সালের ২৭ মে লোকবেতারের সম্প্রচার শুরু করে এখন প্রিয় গণমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।