ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

বাংলাদেশে করহার অনেক বেশি, তাই কর ফাঁকিও বেশি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে করহার অনেক বেশি, তাই কর ফাঁকিও বেশি: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে করহার অনেক বেশি। যে কারণে কর ফাঁকি বেশি। কর বেষ্টনি বাড়াতে জাতীয় পরিচয়পত্র থাকলেই ট্যাক্স রিটার্ন দাখিলের বিধান থাকা উচিত।’

শনিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আবুল মাল আব্দুল মুহিতের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনে ইআরএফ কার্যালে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক গভর্নর ফজলে কবির ও সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ। ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী থাকা অবস্থায় কর হার কমানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে আমলাতন্ত্রের কারণে তা আর এগোয়নি।