ছবি: গ্লোবাল টিভি
মো. শফিকুল ইসলাম মতি, নরসিংদী: নরসিংদীতে আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীগণের জন্য নির্মিতব্য বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ৫১ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করবে।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা বিচারক আইন আশ্রয়ী জন আমাদের কাছে ন্যায় বিচার আশা করে। আসুন বার বেঞ্চ এক হয়ে বিচার প্রার্থীগণের জন্য কাজ করি। তা হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আদালতে এসে বিচার প্রার্থীরা বসতে পারে না, ভবনটি নিমিত হলে বিচার প্রার্থীগণ উপকৃত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম,নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মেহেরুন্নেহা,অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ইফাত মুবিনা ইউসুফ প্রমুখ।