ছবি: গ্লোবাল টিভি
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে দোলমা সাহিত্য পরিষদের আয়োজনে কবি মিলনমেলা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দোলমা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপপরিচালক কবি ফখরুল করিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক কবি রবিউল মাশরাফী।
দোলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম জীবনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কবি ও সাংবাদিক আতিক হেলাল। অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান সিরাজ। বিশেষ আতিথি ছিলেন পশ্চিমবঙ্গ, ভারতের কবি মোহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী, ছড়াকার ও কথাসাহিত্যিক শফিকুল আলম টিটন, কবি এম এ আলীম, সরদার আব্বাস উদ্দিন, সাইফ সাদী, এম আর পটোয়ারী।
আলোচনা ও স্বরচিত লেখা পাঠে আরো অংশ নেন কবি জিন্নাত আরা ইফা, ইবনে আবদুর রহমান, সোহেল রেজা, আবু বকর সিদ্দীক, আদর আল আমিন, মতিয়ারা মুক্তা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
শেষে উপস্থিত গুণিজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।