ঢাকা, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭ আশ্বিন ১৪৩০ | ৬ রবিউল আউয়াল ১৪৪৫

বান্দরবানের ঘুমধুমে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের ঘুমধুমে ৭০ হাজার ইয়াবা  উদ্ধার

ছবি: গ্লোবাল টিভি

আবদুল হাকিম, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মালিকবিহীন ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার (২৮ মে) দিনগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় বাইশ ফাঁড়ী বিওপির একটি টহল দল পশ্চিম আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে অবস্থান করে। পরে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি অধিনায়ক কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির অভিযান অব্যাহত থাকবে।