ছবি: গ্লোবাল টিভি
রাকিবুল ইসলাম, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় হ্রাস পাচ্ছে বেকারত্ব।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত উদ্যোক্তা মেলা ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন।
দিনাজপুর গার্লস ক্লাবের এডমিন আফরিন মৌয়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসচিব মোরার্জী দেশাই বর্মন, আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের সভাপতি শামীম বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমী, খালেকুজ্জামান রাজু । স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর গার্লস ক্লাবের সাধারণ সম্পাদক আফরোজ মাহমুদ বন্যা।
মেলায় স্থান পায় উদ্যোক্তাদের কারুকার্য খচিত পোশাক, সুস্বাদু খাবার, প্রশাধনীসহ নানান পণ্য।