ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

কুড়িগ্রামে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি: গ্লোবাল টিভি

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল মাঠে শুরু হয়েছে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। শ্রেণি ভিত্তিক এ টুর্নামেন্ট চলবে ৭ থেকে ১৭ আগস্ট পর্যন্ত। 

রিভার ভিউ  হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। স্কুল পর্যায় থেকে বাছাইকৃত খেলোয়াড়রা আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট খেলবে।

রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানান, ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাধুলায় এই প্রতিষ্ঠানের সুনাম ব্রিটিশ আমল থেকে। এই প্রতিষ্ঠানটি কুড়িগ্রাম জেলা পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টে বারংবার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।