ছবি: গ্লোবাল টিভি
রাহাত রাজা, সাতক্ষীরা: উপকূলীয় অঞ্চলের মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতি, জীবন-জীবিকা, ইতিহাস-ঐতিহ্য ও আনন্দ-বেদনার সংগ্রামী গল্প তুলে ধরে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ভাটির টানে, বাদার গানে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘূর্ণিঝড় আইলার সময়ে উপকূলে জন্মগ্রহণকারী কিশোরী বন্যা।
জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন সুরক্ষায় যুবদের ভূমিকা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা, উপকূলীয় মানুষের নানা অনুষঙ্গ প্রদর্শনী, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পথনাটক, উপকূলীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণে জমে ওঠে এই উৎসব।
সবশেষে উপকূল ঘোষণার মধ্যদিয়ে উপকূলের মানুষের জানমালের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ুর সুবিচার, পরিবেশ ও সুন্দরবন সুরক্ষার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে শতশত শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতি জন, বনজীবী, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বর।