ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

বাংলাদশে-ভারত যৌথ সাংস্কৃতিক উৎসব বুধবার

বাংলাদশে-ভারত যৌথ সাংস্কৃতিক উৎসব বুধবার

ছবি: গ্লোবাল টিভি

বাংলাদশ-ভারত যৌথ উদ্যোগে দুই বাংলার সাংস্কৃতিক উৎসব ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩’-এর মঞ্চে ১১ অক্টোবর বুধবার মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ-এর গীতিনৃত্যাভিনয় ‘পশর নদীর বাঁক’। এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে।

দেবজ্যোতি বিশ্বাসের গ্রন্থনা ও দীপ্ত সেনের নির্দেশনায় এর সহনির্দেশনা ও নৃত্য পরিকল্পনা করেছেন অদ্রি দাস দ্যুতি। আবহসঙ্গীতে র্অঘ্য প্রতীম সরকার, সেট ও প্রপস করেছেন তালহা জাহান প্রান্ত এবং পোশাক পরিকল্পনায় রওনক জাহান রাকামনি।

দেবজ্যোতি বিশ্বাস বলেন, এটি একটি গ্রামের গল্প, যেখানকার লোকজন জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল। এই প্রযোজনার মাধ্যমে সমাজে নিম্নবিত্তদের ওপর শোষণ-বঞ্চনা ও ক্ষমতার প্রভাব তুলে ধরা হয়েছে।