ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

গিনেস বুকে নাম

আধুনিক রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ সৌদির

আধুনিক রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ সৌদির

ছবি: গ্লোবাল টিভি

মিঠুন সরকার, সৌদি আরবের রিয়াদ থেকে: সৌদি আরবের রাজধানী রিয়াদের আইটি ব্যবসায়ী ফয়সাল মাক্কী বলেন, আমাদের সরকার আধুনিক রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিয়েছে। আমরা প্রযুক্তি, পর্যটন, কৃষি ও বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছি। আমাদের আসির অঞ্চলের ওয়াদি বিন হাশবালের একটি খামার কৃষিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। 

রবিবার (১৫ অক্টোবর) গ্লোবাল টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।     

তিনি বলেন, আমাদের পরিবেশ, পানি ও কৃষিবিষয়ক মন্ত্রী আব্দুর রহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি বিশ্ব রেকর্ড গড়ার সনদ গ্রহণ করেছে। আমরা গর্বিত। বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি সনদ পেলাম। কৃষি জাতের উদ্ভাবনে নতুন দিগন্ত প্রতিষ্ঠা পেলো।  সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও প্রিন্স মুহাম্মাদ বিন সালমান হাজার হাজার বর্গকিলোমিটার এলাকার মরুভূমিকে নতুন শহর পরিণত করার পরিকল্পনা নিয়েছে। নতুন চাকরির ক্ষেত্র তৈরি করেছে। 

তিনি বলেন, সৌদি আরবের ফুটবল শিল্প এগিয়ে যাচ্ছে। ক্রিকেটও আলোর মুখ দেখছে। সরকার খেলাধুলায় বিনিয়োগ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির আরো বিস্তার ঘটাতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তথ্য প্রযুক্তির সফলতা আমরা পাচ্ছি।।

তিনি বলেন, আমাদের সরকার সবসময়ই ব্যবসা সেক্টরের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে সাহায্য ও সহযোগিতা আমাদের সরকার অব্যাহত রাখবে।  যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি আরবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছেন। তিনি যৌক্তিক কারণেই ধর্মীয় পুলিশ বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার করার ক্ষমতা কেড়ে নিয়েছেন। 

তিনি আরো বলেন, সৌদি আরবকে সব দেশের সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ। চরমপন্থা নির্মূল কাজ করে যাচ্ছেন তিনি।