ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

ইতালিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ইতালিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ছবি: গ্লোবাল টিভি

সজীব আহমেদ রিওন, ইতালি: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ইতালিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কে এম লোকমান হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রধান বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রধান।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসিবুর রহমান নাজমুল পরিচালনা করেন  সংগঠনের সহ সভাপতি শাকিল আহমেদ ও সাংগঠনিক সচিব শরিফুল ইসলাম। 

বক্তারা বলেন, ছোট্ট  রাসেলের জীবনের গল্প শিশু ও কিশোরদের কাছে তুলে ধরতেই এই আয়োজন। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা যায়, যার  ফলে আগামী প্রজন্ম দেশপ্রেমে  উদ্বুদ্ধ হবে। 

শেষে শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।