ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

আজ লক্ষ্মীপূজা

আজ লক্ষ্মীপূজা

ফাইল ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ শনিবার। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। শারদ পূর্ণিমা, অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজার দিনটিতে বাংলার ঘরে ঘরে বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়।

আজ শনিবার ভোর ৪টা ১৭ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়।

তিথি অনুযায়ী, শনিবার রাত ১টা ৫৩ মিনিট পর্যন্ত মা লক্ষ্মীর পূজার আয়োজন করতে পারবে ভক্তরা। এই দিনে দেবী লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের আগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে আলপনা আঁকার মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হয়। ভক্তরা মা লক্ষ্মীর কাছে তাদের আয়-উন্নতির জন্যও প্রার্থনা করেন।