ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশ সুপারের লেখা বই ‘জাগ্রত হোক বিবেকবোধ’

পুলিশ সুপারের লেখা বই ‘জাগ্রত হোক বিবেকবোধ’

ছবি: সংগৃহীত

আবু রায়হান সরকার, নোয়াখালী:নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের লেখা‘জাগ্রত হোক বিবেকবোধ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 
নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে গত বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন করেন তিনি নিজেই। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহিন বিল্লাহসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার জানান, বইটি চিরায়ত ও আধুনিক গল্পের সংকলন। দেশ-কাল-সমাজ-মানুষ এই বইয়ের মূল উপজীব্য মাধ্যমে সমাজ সচেতনতায় মানুষের সুপ্ত বিবেকবোধ জাগ্রত করতে প্রয়াসী হয়েছেন। এই বইয়ের পঞ্চগুলোর মধ্য দিয়ে তুলে ধরেছেন সমাজ ও মানুষের নানা অসঙ্গতি। হতাশা, দুঃখ, ব্যর্থতা, পরাজয়, গ্লানিকে পেছনে ফেলে উত্তরণ ও সাফল্যের গল্পপ্রেমী পাঠকের কাছে জগত হোক, এটাই বইয়ের মূল কথা।