ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

ছবি: গ্লোবাল টিভি

আবদুল হাকিম, বান্দরবান: বান্দরবানে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশন’ আত্মপ্রকাশ করেছে। এতে মো. নজরুল ইসলাম টিটুকে সভাপতি ও সুফল চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

রবিবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপ‌জেলার রেইচা নজরুল পাড়ায় সকলের স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণে এ ক‌মি‌টি ঘোষণা ক‌রা হয়।

দৈনিক ভোরের কাগজ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি মংসানু মার্মার সভাপতিত্বে ও দৈনিক সাঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের বান্দরবান ব্যুরো প্রধান এইচএম সম্রাটের সঞ্চালনায় আলোচনা শেষে সদস্যদের সমর্থনে সভাপতি পদে একু‌শে টে‌লি‌ভিশন ও বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতি‌নি‌ধি মো: নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক প‌দে দৈ‌নিক প্রতি‌দি‌নের বাংলা‌দেশ ও ঢাকা মেইল এর প্রতি‌নি‌ধি সুফল চাকমাকে নির্বাচিত করা হয়।

এছাড়া সহসভাপতি পদে দৈনিক দেশ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি উথোয়াইচিং মার্মা র‌নি, সহসাধারণ সম্পাদক পদে দ্বীপ্ত টিভি ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ক‌্যামুই অং মারমা, কোষাধ্যক্ষ পদে দৈনিক জনবানী পত্রিকার মিঠুন কা‌ন্তি দাশ,  সাংগঠ‌নিক সম্পাদক পদে দৈনিক নবচেতনা পত্রিকার  মো: আজিজ উল্ল‌াহ ও জাগো নিউজ২৪-এর বান্দরবান প্রতিনিধি নয়ন চক্রবর্তীকে দপ্তর- প্রচার ও প্রকাশনা সম্পাদক প‌দে নির্বা‌চিত করা হয়।