ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে তৈরি “নেতা যে রাতে নিহত হলেন” নাটকটি মঞ্চায়ন একটি অসাধারণ উদ্যোগ। বিশ্বের ইতিহাসে এই কবে ধরনের জঘন্য হত্যাকাণ্ড আর কোন দেশে হয়নি।
তিনি রবিবার (১২ নভেম্বর ২০২৩) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে রেজানুর রহমান-এর নির্দেশনায় ও ইমদাদুল হক মিলন-এর গল্প অবলম্বনে “নেতা যে রাতে নিহত হলেন” নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নাটকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), বিএফইউজে সভাপতি ওমর ফারুক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সাজ্জাদ আলম খান তপু।
ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মোহাম্মদ আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু।